ক্যানসার আক্রান্ত শিশু আনিশা বাঁচতে চায়
শেহজারিন তাসনিম হোসেন আনিশা। ফুটফুটে শিশুটির বয়স মাত্র ১২ বছর। তার শরীরে বাসা বেঁধেছে মারণব্যাধি ক্যানসার। গত বছর এপ্রিলে তার হাইরিস্ক মেটাস্টাসিস নিউরো ব্লাস্টমা ক্যনসার স্টেজ-৪ ধরা পড়ে। বর্তমানে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসা চলছে।
শিশুটির মা রাফিয়া আক্তার বলেন, অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি এই চিকিৎসা করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। চিকিৎসার প্রথম ধাপে রেপিড কোজেক নামক হাইডোজ ১০টি সেশনের কেমোথেরাপি দেওয়া হয়েছে। এখন দ্বিতীয় ধাপের ওরাল কেমোথেরাপি চলছে।
বিজ্ঞাপন
রাফিয়া আক্তার বলেন, তৃতীয় ধাপের চিকিৎসায় অ্যান্টি জিডি-২ থেরাপি দিতে হবে। এই দ্বিতীয় ধাপের চিকিৎসা অনেক ব্যয়বহুল। এ চিকিৎসা করাতে প্রায় ৮ মাস লাগতে পারে। চিকিৎসকের ভাষ্যমতে, ২০২৫ সালের জুলাই থেকে চিকিৎসা শুরু করতে হবে। এখানে খরচ পড়বে প্রায় ৭০ লাখ। আমাদের পক্ষে একা এতো টাকা জোগাড় করা সম্ভব না। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।
সাহায্য পাঠানোর ঠিকানা : রাফিয়া আক্তার, চলতি হিসাব নম্বর-০০১০০৩১০০৪৪৮৪৯, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাভার ক্যান্টনমেন্ট শাখা, সাভার, ঢাকা। ই-মেইল: rafeaict21@gmail.com
বিজ্ঞাপন
এমএ