ঢাকা ও তাল্লিনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে এস্তোনিয়া সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির অনাবাসী বাংলাদেশি রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী। 

বৃহস্পতিবার (৩ জুন) এস্তোনিয়ার রাষ্ট্রপতি এইচ. ই. কের্তি কালজুলাইদের কাছে পরিচয়পত্র পেশকালে এমন সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।

বাংলাদেশি দূত এস্তোনিয়ার রাষ্ট্রপতিকে আইসিটি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের দিকগুলো তুলে ধরেন। তারা পারস্পারিক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষাগত সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করেন।

নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে এস্তোনিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় আল্লামা সিদ্দিকী দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে এস্তোনিয়ার সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এনআই/এনএফ