এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮টি মামলায় ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার ( ৫ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত অভিযানে ৩টি মামলায় ৩৮ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত অভিযানে ৬টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত অভিযানে ৩টি মামলায় ২৭ হাজার টাকা আদায় করা হয়।

অন্যদিকে ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৫টি মামলায় ৭ হাজার ১০০ টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলে ১৮টি মামলায় ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

এএসএস/এসকেডি