চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে। 

শনিবার (৫ জুন) র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটকদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। 

বিদেশি মদ উদ্ধার করা হয়েছে

নুরুল আবছার বলেন, র‍্যাব গোপন সংবাদে জানতে পারে বিমানবন্দর এলাকার ১৫ নং ঘাটে নোঙ্গর করা ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকার মধ্যে মাদক কারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ জুন) র‍্যাব-৭ অভিযান পরিচালনা করে। 

তিনি বলেন, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে ২ জনকে আটক করে। পরে কাঠের নৌকা থেকে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময়ও নৌকাটি জব্দ করা হয়েছে। 

মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা

তিনি আরও বলেন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে সাগরপথে চোরাচালানের মাধ্যমে আসা নিষিদ্ধ বিদেশি মদ সংগ্রহ করে মওজুদ করে। পরে চট্টগ্রাম শহরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/এইচকে