পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে প্রশাসন
সকাল থেকেই বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। গত দুদিনের অতিবৃষ্টির ফলে পাহাড় ধ্বসের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
রোববার (৬ জুন) চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বন্দর নগরীতে বৃষ্টিপাত হয়েছে ৭৫.৪ মিলিমিটার। সোমবার পর্যন্ত চট্টগ্রাম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড় ধ্বসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল আহসান ঢাকা পোস্টকে বলেন, ১৮টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছি। এজন্য চট্টগ্রামে ৭৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৮০০ জনকে এখন পর্যন্ত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। কয়েক হাজার মানুষ বৃষ্টিপাত শুরু হওয়ার পরপর নিজেরাই সরে গেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলগুলোতে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানি জমে আছে। নগরীর প্রধান সড়ক মুরাদপুর, দুই নম্বর গেটসহ আরও কয়েকটি এলাকায় রাস্তায় পানি আটকে যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
এছাড়া, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক, প্রবর্তক, ওয়াসা, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জসহ নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছে।
কেএম/এসএম