বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করবে তিতাস
ফাইল ছবি
সকল প্রকার বকেয়া বিল পরিশোধ না করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (৬ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের কাছে বকেয়া বিল সংক্রান্ত চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই অনেক গ্রাহক চিঠিটি পেয়েছেন। যাদের বকেয়া বিল রয়েছে অথবা যারা নানা কারণে গ্যাস বিল পরিশোধ করতে পারেননি, তারা যদি সময়ের মধ্যে নিয়মানুযায়ী বিল পরিশোধ না করেন তাহলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু বাড়ির মালিক নতুন বাড়ি নির্মাণ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অপরাধী চক্রের মাধ্যমে গ্যাস সংযোগ নিয়েছেন বা নিচ্ছেন। আবার বাড়ির মালিক তাদের বিদ্যমান বাড়ি সম্প্রসারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রয়োজনীয় সংখ্যক চুলা বৃদ্ধি করেছেন। অবৈধ সংযোগে নিম্নমানের ফিটিংস ব্যবহার করা হয়, তাই সেটা নিরাপদ নয়।
বিজ্ঞাপন
যারা এ ধরনের সংযোগ গ্রহণ করেছেন তাদের অবিলম্বে নিজ দায়িত্বে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের জন্য বলা হচ্ছ। অন্যথায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ আইন অনুযায়ী জেল-জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইউটিলিটি প্রতিস্থাপন প্রকল্পে গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পোড় ও বিজয় সরণি ব্রিজের উত্তর পাশ পর্যন্ত) গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য আজ মোট ৮ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এগুলোর মধ্যে রয়েছে- পূর্ব নাখালপাড়া, নাখালপাড়া রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া এবং এর আশপাশের এলাকার।
এএসএস/এমএইচএস