স্বপ্ন ভেঙে গেল বিএসসি ইঞ্জিনিয়ারের, বাবার খাবার নিয়ে ফিরতে পারল না আসিফ
রাজধানীর বনানীতে লরির ধাক্কায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বিএসসি ইঞ্জিনিয়ার আশফাকুর রহমান আসিফ (২৪) চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন এবং অন্যজন মেরিন ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ সম্পদ (২৫) বাবার জন্য খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। তাদের অকাল মৃত্যুতে দুইজনারই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।
চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে বিএসসি পাস করা আশফাকুর রহমান আসিফ(২৪)। চাকরির খোঁজার পাশাপাশি করতেন রাইড শেয়ারিং। এদিকে ওই মোটরসাইকেলে করে মহাখালী থেকে বাবার জন্য খাবার নিয়ে উত্তরার হাসপাতালের দিকে যাচ্ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ সম্পদ(২৫)। তিনি চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ৫৬ ব্যাচের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আশফাকুর রহমান আসিফের বন্ধু বিধান জানান, আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর থেকে ডিসেম্বরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। তার স্বপ্ন ছিল সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করবে। বিভিন্ন জায়গায় চাকরির জন্য সে সিভি দিয়েছে, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিল। পাশাপাশি সে মোটরসাইকেলের রাইড শেয়ারিং করতো। আজ সকালের দিকে এসে তার মোটরসাইকেলে করে উত্তরা দিকে যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় সিমেন্টের একটি লরি ওই মোটরসাইকেলে থাকা দুজনকেই চাপা দেয়। এতে আমার বন্ধু আশফাকুর রহমান আসিফ এবং ওই মোটরসাইকেলে থাকা আসিফ মাহমুদ সম্পদ নামে একজন মারা যায়। শেষ ইচ্ছা ছিল একটি বেসরকারি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করবেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আসিফের বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানার পশ্চিম কুমারপাড়া এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট এবং ফার্মগেট এলাকায় থাকতেন।
বিজ্ঞাপন
অন্যদিকে আসিফ মাহমুদ সম্পদ চট্টগ্রাম মেরিন অ্যকাডেমীর ৫৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ফেব্রুয়ারি মাসে তিনি চীনের একটি শিপ থেকে ইন্টার্নশিপ শেষ করেন। তার প্রতিবেশী বিধান মিশন জানান, আসিফের বাবার ব্রেন টিউমার ধরা পড়ে এবং এ কারণে তিনি ঢাকায় এসেছিলেন। আজ সকালে মহাখালীতে তার খালার বাসা থেকে বাবার জন্য খাবার নিয়ে একটি রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে উত্তরার হাসপাতালে বাবার কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে বনানীতে লরির ধাক্কায় তিনি এবং মোটরসাইকেলের চালক দুজনেই মারা যান। এই মর্মান্তিক ঘটনাটি এখনো তার বাবা-মা জানেন না। আসিফের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দখলপুর গ্রামে। তিনি শহিদুল ইসলামের ছেলে এবং দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।
ঘটনার বিবরণ
আজ (২৫ মে, ২০২৫) সকাল ৯টার দিকে আশফাকুর রহমান আসিফের মোটরসাইকেলে করে উত্তরা দিকে যাচ্ছিলেন আসিফ মাহমুদ সম্পদ। এ সময় বনানীতে আসলে পেছন দিক থেকে আসা একটি সিমেন্টের লরি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, লরির হেলপার রবিউল ইসলামকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এই লরির হেলপার রবিউল ইসলামকে আটক করা হলেও পালিয়ে গেছে চালক। তাদের দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসএএ/এআইএস