ছবি : সুমন শেখ

করোনাভাইরাসের সংক্রমণের উচ্চঝুঁকি সম্পন্ন জেলাগুলোতে সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন জেলা প্রশাসকরা (ডিসি)। 

রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, কোভিড-১৯ এর উচ্চঝুঁকি সম্পন্ন জেলাগুলোর জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে স্ব-স্ব এলাকার সংক্রমণ প্রতিরোধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। 

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবেন- উনাদের আগেই বলে দেওয়া হয়েছে।

এসএইচআর/এইচকে