বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার দুইজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

সোমবার (৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি করাদের মধ্যে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল (ডিআইজি) এস এম আক্তারুজ্জামানকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. আজাদ মিয়াকে সারদার ভাইস-প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এআর/জেডএস