দুর্যোগ মোকাবিলায় গুরুত্ব বহন করবে দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা
দুর্যোগ মোকাবিলায় ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা-২০২১’ গুরুত্ব বহন করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
সোমবার (৭ জুন) রাজধানীতে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
‘দুর্যোগ ব্যবস্থাপনা (তহবিল পরিচালনা) বিধিমালা-২০২১’ গেজেট আকারে প্রকাশিত হওয়ার বিষয়টি কর্মকর্তাদের অবহিতকরণ ও বাস্তবায়ন কর্মকৌশল শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ প্রণয়নের যৌক্তিকতা, প্রেক্ষাপট ও ভূমিকা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী রেজা মজিদ। মাঠ পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা কীভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. আতিকুল ইসলাম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে মো. মোহসীন বলেন, ভৌগলিকভাবে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়,বন্যা, খরা, টর্নেডো, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি দুর্যোগে মানুষের হাত নেই। তবে দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, এগুলোর প্রভাব বা ক্ষয়ক্ষতি থেকে সর্বোচ্চ মাত্রায় রক্ষা পাওয়া, ক্ষয়ক্ষতি হ্রাস করা এবং তা পুষিয়ে নিয়ে পুনরায় জনগণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যকর করার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সবার সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য। ‘দুর্যোগ ব্যবস্থাপনা (তহবিল পরিচালনা) বিধিমালা-২০২১’ এ কীভাবে তহবিল গঠন করা হবে এবং প্রয়োগ করা হবে তার নিয়মাবলী দেওয়া আছে। জাতীয় পর্যায়ে কমিটি এবং জেলা পর্যায়ের কমিটি কীভাবে তহবিল ব্যবস্থাপনা কার্যকরভাবে বাস্তবায়ন করবে তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএইচআর/জেডএস