বরিশালে অপহৃত এসএসসি পরীক্ষার্থী চার মাস পর ঢাকা থেকে উদ্ধার
বরিশালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অপহরণের শিকার শিক্ষার্থীকে চার মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ জুন) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারসহ অভিযুক্ত জনি সরদারকে (২০) গ্রেপ্তার করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে এসএসসি পরীক্ষার্থী ভিকটিম (১৬) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বরিশালের কোতোয়ালি থানার দক্ষিণ আলেকান্দা আরমান খান সড়কের মুখে সুমনের ফার্মেসির দোকানের সামনে থেকে অপহৃত হন। মামলায় অভিযোগে বলা হয়, জনি সরদারসহ (২০) অপর আসামিদের সহায়তায় ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ চেপে ধরে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই ঘটনায় অপহৃতের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা অপহরণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। এরপর র্যাব-১০ এর একটি দল আসামিকে গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে অভিযান চালিয়ে আসামি জনি সরদারকে গ্রেপ্তার করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমকে (১৬) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
জেইউ/এমজে