দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা জোরদার, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণের অগ্রাধিকারের কথা বলেছেন  মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনোনীত পল কাপুর।

মঙ্গলবার (১০ জুন) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে বাংলাদেশ অংশে নিজের অগ্রাধিকারে এসব বিষয়ে জোর দেন পল কাপুর।

পল কাপুর জানান, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি বৃহত্তর। যদি নিশ্চিত করা হয়, (মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) তাহলে আমাদের নিরাপত্তা জোরদার করা, চীনের প্রভাব মোকাবেলা এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য এই দেশগুলোর সঙ্গে মার্কিন সহযোগিতা বৃদ্ধির পক্ষে আমি কাজ করব।  

প্রসঙ্গত, পল কাপুরের মনোয়ন চূড়ান্ত হলে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেখাশোনা করবেন। যেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান রয়েছে। এ ছাড়া মধ্য এশিয়ার মধ্যে কাজাখাস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান রয়েছে।

এনআই/এসআইআর