অগ্নিদুর্ঘটনা রোধে তিতাসের সতর্কবার্তা
গ্যাসজনিত যেকোনো অগ্নিদুর্ঘটনা রোধে গ্রাহকদের প্রতি সতর্কবার্তা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১৪ জুন) এক বার্তায় জানানো হয়, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব/বাটন/হুসপাইপ/পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কিনা পরীক্ষা করুন।
বিজ্ঞাপন
এছাড়া লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং মেরামতের ব্যবস্থা করুন। গ্যাসের লিকেজ পেলে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার-১৬৪৯৬ এ যোগাযোগ করুন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওএফএ/এমএন