মেট্রোরেলের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি।
রাজধানীর কমলাপুরে মেট্রোরেলের সিকিউরিটি গার্ড নয়ন শরীফের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুন) রাত পৌনে ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
নিহতের বাসার মালিক রাকিবুল হাসান খান ঢাকা পোস্টকে বলেন, চলতি মাসে আমার বাসা ভাড়া নিয়েছেন। মাত্র ৭ দিন হলো আমার বাসায় উঠেছেন। মতিঝিলে মেট্রোরেলের সিকিউরিটি হিসেবে চাকরি করতেন। রাতে খাবার খেয়ে নিজের রুমে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। পরে তাকে ডাকাডাকি করলেও সে দরজা খোলেন না। এরপর পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বর্তমানে তিনি মতিঝিলের কমলাপুরের কবি জসীমউদ্দিন রোডের ৩ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার তাড়াইল গ্রামে। তিনি বাবু মিয়ার ছেলে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হাবিজ জানান, আমরা খবর পেয়ে তাকে দরজা ভেঙে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা তার মৃত্যুর কারণ জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মতিঝিল থেকে অচেতন অবস্থায় নয়ন শরীফকে পুলিশ উদ্ধার করে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি মতিঝিল থানা পুলিশ তদন্ত করছে।
এসএএ/এইচকে