জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত
যশোরের চৌগাছায় জমিজমা নিয়ে কথা কাটাকাটির জেরে বড় ভাই রবিউল ইসলামকে (৫৩) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই ইব্রাহিমের (৩৮) বিরুদ্ধে।
গতকাল শনিবার উপজেলার পোড়াহোদা গ্রামের নিজ বাড়িতে বড় ভাইকে কোপানোর এ ঘটনা ঘটে। পরে রাতে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে অপারেশন থিয়েটারে মারা যান তিনি।
বিজ্ঞাপন
নিহত রবিউলের ছেলে খালিদ হাসান বলেন, আমার চাচা ইব্রাহিমের কাছে আমার বাবা টাকা পেতেন। পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল দুপুরের দিকে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। একপর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমার বাবাকে আহত করেন চাচা। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাবাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে অপারেশন থিয়েটারেই বাবা মারা যান। এই বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো মামলা করিনি। আমরা এখন ঢাকা মেডিকেলের মর্গে আছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মিয়া বলেন, যশোরের চৌগাছা এলাকায় জমিজমা ও টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আহত হন। পরে আহতকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে অপারেশন থিয়েটারে আহত বড় ভাই মারা যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এসএএ/এমএ