চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর টোবাকো গেট এলাকায় রেললাইনের পাশ থেকে গোলাম মোহাম্মদ (৬০) নামে একজনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের টোবাকো গেট থেকে অন্তত ৩০ ফুট দূরে রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. সারোয়ার আলম। 

ওসি সারোয়ার আলম বলেন, গোলাম মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামের মৃত মো. মুছা মিয়ার ছেলে। তিনি সিঅ্যান্ডএফ এজেন্টে চাকরি করতেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে রেললাইনের পাশ থেকে একটি লাশ  উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন এসে লাশটি গোলাম মোহাম্মদের বলে জানান। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। 

ওসি আরও বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

কেএম/ওএফ