চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রামের খুলশীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. চাঁনমিয়া হাওলাদার (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সেগুন বাগান ক্যান্টিন গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। চাঁনমিয়া হাওলাদার (৪০) খুলশী থানার সেগুন বাগান ৩ নং লেনের মো. আবদুল মোতালেব হাওলাদারের ছেলে।
বিজ্ঞাপন
শীলব্রত বড়ুয়া বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে সেগুন বাগান ক্যান্টিন গেইট এলাকার বাংলোতে কাজ করছিলেন চাঁন মিয়া। এ সময় বৈদুতিক তার লাগলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেএম/ওএফ
বিজ্ঞাপন