রাজধানীর চকবাজার থানার জেল স্টাফ কোয়ার্টারে হাউজের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা শুভ জানান, আমার স্ত্রী সন্তান চকবাজারে জেলখানার স্টাফ কোয়ার্টারের ১৫ নম্বর বাসার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। দুপুরে খাওয়ার পরে হঠাৎ আমার ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে অনেক খোঁজাখুঁজির পর বাসার নিচে পানির হাউজে পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার লাকান্দাবাড়ী এলাকায়।আমি পেশায় একজন সিএনজি চালক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চকবাজার থেকে এক শিশুকে নিয়ে আসতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে যান।

এসএএ/এআইএস