মেট্রোরেলের ২ স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া মঙ্গলবার
মেট্রোরেলের ২টি স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (২৪ জুন) ডিএমটিসিএলের প্রশাসক এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন এবং বিকেল ৩টায় বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে একটি প্রশিক্ষণমূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হবে।
এমএইচএন/এমএ
বিজ্ঞাপন