সীতাকুণ্ডে শিপইয়ার্ডে অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল স্থাপনা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তুলাতলী মৌজায় সরকারি খাসজমি উদ্ধার করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৫ জুন) কোহিনূল স্টিল নামে এই কারখানাটিতে একটি দুইতলা ভবন, একটি একতলা ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন ও খুঁটি অপসারণ করা হয়।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৯৪ নম্বর দাগের আওতাধীন মোট ১১৩ দশমিক ৬৩ একর জমির একটি অংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। এ জমি উদ্ধারেই আজকের অভিযান।
এর আগে গত ২০ মার্চ জেলা প্রশাসনের কার্যালয় থেকে অবৈধ দখলদারদের ৭ দিনের মধ্যে জায়গা ছেড়ে দিতে নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও জমি দখলমুক্ত না হওয়ায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। তিনি জানান, অভিযান শেষে জমিটি সরকারের দখলে নেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে জমি যাতে আবার কেউ দখল করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, জেলার কোথাও সরকারি জমি অবৈধ দখলে থাকলে, তা দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলবে।
এমআর/এমএন