দক্ষিণখানে সম্পত্তি দখলের চেষ্টা, থানায় জিডি
রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর বাজারে তিন বোনের সম্পত্তি দখলের চেষ্টা করছে প্রভাবশালী একটি চক্র। এ ঘটনায় সম্প্রতি দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তিন বোনের একজন মোসা. মাহিনুর আক্তার।
এছাড়াও ঘটনাটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি ড. বেনজীর আহমেদ এবং ডিএমপি কমিশনার শফিকুল ইসলামকে লিখিতভাবে অবহিত করেছে পরিবারটি।
বিজ্ঞাপন
লিখিত অভিযোগে মাহিনুর বলেন, আমরা দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকার ১৯২ নম্বর বাড়ির বাসিন্দা। দক্ষিণখানে আমার বাবা মোশারফ হোসেনের ৬৯৯ অযুতাংশ জমি রয়েছে। এই জমির মালিক আমি ও আমার অপর দুই বোন শাহিনুর আক্তার এবং আখিনুর আক্তার। আমরা দীর্ঘদিন ধরে বাড়িটি ভাড়া দিয়ে রেখেছি। সম্প্রতি রফিকুল ইসলাম দলা নামে একজন ও পার্শ্ববর্তী বাইতুল মামুর জামে মসজিদের কমিটির লোকজন আমাদের বাড়িকে মসজিদের অংশ বলে মিথ্যা দাবি করেন। পাশাপাশি তারা আমাদের বাড়ির একটি অংশ ভেঙে জায়গা দখল করার চেষ্টা করেন। তবে মুসল্লিরা সেদিন জমি দখলের জন্য আসেননি। প্রতিদিনই জমি ছেড়ে দেওয়ার জন্য আমাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশীদ বলেন, বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি মোখলেস উদ্দিন ভুক্তভোগী মাহিনুরের চাচা। তিনি ঢাকা পোস্টকে বলেন, মসজিদের মিম্বরের পাশেই তাদের জমি। মিম্বরের দুই পাশে ৬-৭ ফিট জায়গা মসজিদের অংশে পড়েছে। তবে সেখানে ওই পরিবারটি তাদের বাড়ির শৌচাগার ও রান্নাঘর তৈরি করেছে। সম্প্রতি জানতে পারলাম রফিকুল ইসলাম নামে একজনের কাছে ২০১৯ সালে তারা জমিটি বিক্রি করেছে। রফিকুল ইসলাম যখন দখল নিতে আসে তখন আমরা বলি যে এটা মসজিদের জায়গা। পরে বিষয়টি সমাধানের জন্য আমাদের সবাইকে পুলিশ ডাকে।
সব কাগজ সংগ্রহ করে পুলিশকে দেখাতে আমরা কিছু সময় চেয়েছি। সবশেষ সোমবার (৭ জুন) থানায় গিয়েও আমরা কথা বলতে পারিনি। তাই সমস্যাটিও সমাধান হয়নি।
এদিকে রফিকুল ইসলাম মসজিদ কমিটির কাছে নিজেকে জমির মালিক দাবি করলেও তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করে মন্তব্য জানা সম্ভব হয়নি।
এআর/এসকেডি