পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ মঞ্চের
আগামী ৭ দিনের মধ্যে বিদেশে অর্থপাচারকারী ও দুর্নীতিবাজদের তালিক প্রকাশ না করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বুধবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি জানান সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিজ্ঞাপন
তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। কিন্তু কানাডার বেগমপাড়ায় যারা অর্থপাচার করে বাড়ি কিনেছে, তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে উদ্দেশ করে বুলবুল বলেন, আপনি নিজেই গত নভেম্বরে এক অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের যে গুঞ্জন আছে, তার কিছুটা সত্যতা আমরা পেয়েছি। প্রাথমিক তথ্য অনুযায়ী টাকা পাচারের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সংখ্যাই বেশি। টাকা পাচারের তথ্য পাওয়া ২৮টি ঘটনার মধ্যে সরকারি কর্মচারীই বেশি। প্রাথমিকভাবে কিছু সত্যতা পেয়েছি। মনে করেছিলাম রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে। কিন্তু দেখা গেল, রাজনীতিবিদ চারজন। সরকারি কর্মচারীর সংখ্যা বেশি। এছাড়া কিছু ব্যবসায়ী আছেন।
বিজ্ঞাপন
সুতরাং আপনার বক্তব্য অনুযায়ী সেই ২৮ জন অর্থপাচারকারী দুর্নীতিবাজদের নামের তালিকা জাতির সামনে অবিলম্বে প্রকাশ করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের দৃষ্টিতে সবাই সমান। আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী যারাই অবৈধভাবে বিদেশে অর্থপাচার করেছে, তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। জনগণের টাকা যারা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের নামের তালিকা জাতির সামনে প্রকাশ করা আপনার নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। আপনার সেই বক্তব্যের পরেই হাইকোর্ট, বিষয়টি নজরে এনে তথ্য জানতে চাইলেও দুদক এখনো পর্যন্ত আদালতকে সেই ২৮ জন অর্থপাচারকারী দুর্নীতিবাজদের তথ্য দিতে পারেনি। আমরা প্রত্যাশা করি, আপনি (পররাষ্ট্রমন্ত্রী) সেই তালিকা জাতির সামনে দ্রুত প্রকাশ করবেন।
বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুনসহ মঞ্চে অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/জেডএস