আসামিকে অনুমতি ছাড়া গ্রেপ্তার করে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, সাজ্জাদুর রহমান ডিবির রমনা বিভাগে দায়িত্বে থাকাকালে সঙ্গীয় ফোর্সসহ শেরেবাংলা নগর থানার একটি মামলার আসামি আলিমুজ্জামান সৈকতকে অনুমতি ছাড়া নড়াইল থেকে গ্রেপ্তার করেন এবং তার বাসা থেকে ২৭ লাখ টাকা উদ্ধারের পর ওই টাকা বিধিবহির্ভূতভাবে নিজের হেফাজতে রাখেন। জিজ্ঞাসাবাদে তিনি ২২ লাখ টাকার কথা স্বীকার করেন।

এতে আরও বলা হয়েছে, এছাড়া তিনি প্রযুক্তিগত আলামতের সঠিক জব্দ তালিকা তৈরি করেননি, আসামিকে আটকের বিষয়টি গোপন রাখেন এবং পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্য গোপন করে নিজের নির্দোষতা প্রমাণের চেষ্টা করেন।

এসব কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর বিধি ৩ (খ) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

এমএম/এআইএস