কবরস্থানে সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ
একটি কবরস্থানের জায়গায় নতুন সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন চট্টগ্রামে।
আজ (শুক্রবার) দুপুরে চট্টগ্রামের বাকলিয়া থানার ১৮ নং ওয়ার্ডে পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
বিজ্ঞাপন
এ ঘটনায় গুলিবিদ্ধ চারজন হলেন- মাসুদ (২৮) আবদুল্লাহ কাইছার (৩৯), মুরাদ (২৫) ও ফয়সাল (২৮)। বাকি আহতরা হলেন- জাহাঙ্গীর (৪২), তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮) রিয়াজ উদ্দিন (২০), আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও সামাদ(২২)।
শীলব্রত বড়ুয়া বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২০ ও ২৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসার বরাতে তিনি জানিয়েছেন আহতদের সবাই আশঙ্কামুক্ত।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ নং ওয়ার্ডের পূর্ব বাকলিয়া এলাকায় বড়মৌলভী কবরস্থানের জায়গায় নতুন সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। বড় মৌলভী বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। ঘটনায় কারা জড়িত সেই খোঁজ খবর নেওয়া হচ্ছে।
কেএম/এনএফ