চীনের উপহারের ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা রোববার (১৩ জুন) বাংলাদেশে আসছে। টিকাগুলো বর্তমানে বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে। শুক্রবার (১১ জুন) ঢাকার চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশের জন্য উপহারের ৬ লাখ ডোজ টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। টিকাগুলো বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে।

চীনা ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ানও তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। হুয়ালং ইয়ান লিখেছেন, উপহারের ৬ লাখ টিকার প্যাকিং সম্পন্ন করে বেইজিং এয়ারপোর্টে আনা হয়েছে। এগুলো ১৩ জুন ঢাকায় নামবে।

এর আগে গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। এর ৯ দিনের মাথায় ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে জানান, চীন বাংলাদেশকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে।

এনআই/এসএসএইচ