জনপ্রশাসনে সংস্কার: ডিসি-ইউএনওদের পদবি বদলে যাচ্ছে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
সুকৌশলে নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে
অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা নিজেদের ফায়দা হাসিল করতে চায়, তারাই জাতীয় নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের খবরদারি বহাল রাখতে চায় কিংবা প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি, জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে সুকৌশলে বাধা সৃষ্টি করছে।’
বিজ্ঞাপন
আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।
দেশ রূপান্তর
‘ডাবে জিম্মি’ ডেঙ্গু রোগী
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপে যখন চট্টগ্রাম নগরীর অধিকাংশ মানুষ সুস্থতার জন্য প্রাণপণ লড়াই করছেন, তখন এই সংকটকে পুঁজি করে অসাধু ডাব বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে ডাবের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে বিক্রি করছেন। নগরীর হাসপাতালগুলোর সামনে ডাব বিক্রেতাদের ব্যবসা এখন রমরমা। স্থানভেদে মাঝারি থেকে বড় আকারের একটি ডাবের দাম উঠছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। অথচ অন্য সময় এসব ডাবের দাম সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকা থাকে। দাম নিয়ে প্রশ্ন করলে ক্রেতাদের শুনতে হয় নানা ধরনের কটূক্তি, যা তাদের দুর্দশাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
কালের কণ্ঠ
ভাইরাস জ্বরে নাকাল দেশ
দেশে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। শিশু থেকে বৃদ্ধ—কেউ বাদ যাচ্ছে না। কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও চেম্বারে খোঁজ নিয়ে জানা গেছে, চার থেকে পাঁচ দিনের জ্বর নিয়ে আসছে রোগীরা। একজনের জ্বর হলে পরিবারের অন্যরাও আক্রান্ত হচ্ছে।
বণিক বার্তা
বিআরটিসি এবার কোস্টার কেনার পরিকল্পনা করছে
বাণিজ্যিক ভিত্তিতে বাস ও ট্রাক পরিচালনার পাশাপাশি এবার কোস্টার বা ছোট বাস কেনার পরিকল্পনা করছে দেশের রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য স্টাফ বাস পরিষেবা হিসেবে এটি চালু করতে চায় তারা। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ পরিকল্পনা তুলে ধরা হয়।
সমকাল
শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার এক দিন
স্কুলে ছুটির আনন্দে মশগুল শিশুরা। আছড়ে পড়া যুদ্ধবিমান। পুড়ে যাওয়া কচি মুখ। মায়ের আর্তনাদ। বাবার নির্বাক ছোটাছুটি। স্বজনের মাতম। উদ্ধারকর্মীদের প্রাণান্ত লড়াই। রাস্তায় রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন। হাসপাতালে ডাক্তার-নার্সদের ছোটাছুটি। রক্তের জন্য আবেদন।
এর মাঝে ঝরে গেল ২০টি তাজা প্রাণ। ১৭ জনই শিশু শিক্ষার্থী। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আরও ১৭১ জন। তারা দগ্ধ, আহত। দগ্ধদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন
প্রথম আলো
অক্টোবরে ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা
আগামী ১ আগস্টের মধ্যে ভারত–মা্র্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে না। এনডিটিভির সংবাদে বলা হয়েছে, সেপ্টেম্বর অথবা অক্টোবরে এই চুক্তির ঘোষণা হতে পারে। অর্থাৎ আলোচনায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, তা এখনো আছে।
এদিকে ভারতীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে পঞ্চম দফা আলোচনা শেষে শনিবার দেশে ফিরেছেন। এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ভারত সফরে আসবে বলেও জানা গেছে।
সংবাদে বলা হয়েছে, আগস্টের মাঝামাঝি মার্কিন প্রতিনিধিদলের ভারতে আসার কথা। উভয় পক্ষই অস্থায়ী চুক্তি সই করতে দ্রুত কাজ করছে। লক্ষ্য হচ্ছে, ১ আগস্টের মধ্যে চুক্তি না হলেও যেন সমঝোতা হয়।
বণিক বার্তা
বারবার কেন ঘটছে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা?
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছে। গতকাল দুপুরে চীনের তৈরি এফটি-৭ বিজিআই মডেলের বিমানটি দুর্ঘটনায় পড়ে। দেশে গত এক দশকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এর কোনোটিতে পাইলট আহত বা নিহত হয়েছেন। কোনোটি বিধ্বস্ত হয়েছে জনবসতি থেকে দূরে। তবে এবারের মতো প্রাণঘাতী দুর্ঘটনার নজির সাম্প্রতিক ইতিহাসে নেই। সামরিক বিশ্লেষকরা বলছেন, গত এক দশকে একের পর এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরও মৌলিক পরিবর্তন আসেনি বিমান বাহিনীর বহরে কিংবা নীতিনির্ধারণে। যুক্ত হয়নি আধুনিক যুদ্ধবিমান। পুরনো প্রযুক্তির এয়ারক্রাফট দিয়েই চলছে বাহিনীর কার্যক্রম।
কালের কণ্ঠ
৫৩ বছরে বিমান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১০৫
গত ৫৩ বছরে বাংলাদেশে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১০৫ জন। তাঁদের মধ্যে বিমান বা হেলিকপ্টারের সাধারণ যাত্রী ও ক্রু ছাড়া পাইলট ও কো-পাইলট রয়েছেন ৩০ জন। বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কানিজ ফাতিমা ও দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কন্যা ফারিয়া লারাও রয়েছেন এই তালিকায়। দেশের ভেতরে এসব দুর্ঘটনা ছাড়াও বিদেশে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় যেসব বাংলাদেশির মৃত্যু হয়েছে, তাঁরা এই ১০৫ জনের বাইরে।
আজকের পত্রিকা
জনপ্রশাসনে সংস্কার: ডিসি-ইউএনওদের পদবি বদলে যাচ্ছে
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস-SES) গঠন করতে যাচ্ছে সরকার। বিভিন্ন সার্ভিস থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই সার্ভিসে যোগ দেওয়া যাবে। এসইএসের অধীনে থাকবে উপসচিব থেকে সচিবের সব পদ। এ ছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পদের নাম পরিবর্তনসহ সংস্কার কমিশনের ১০টি সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
যুগান্তর
পাঁচ কারণে মিলবে না পদোন্নতি
খেলাপি ও অবলোপন ঋণ থেকে আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, নতুন ঋণ ও আমানত বাড়ানোকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের যোগ্যতা হিসাবে দেখা হবে। এমন বিধান অন্তর্ভুক্ত থাকছে খসড়া ‘অভিন্ন পদোন্নতি নীতিমালায়’। নিজ নিজ ব্যাংকের কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে আগে এ বিধান ছিল না। সংশ্লিষ্টদের মতে, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিধান যুক্ত হচ্ছে। পাশাপাশি বিভাগীয় ও ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত বা দণ্ডপ্রাপ্ত বা দণ্ড বহালসহ পাঁচ কারণ থাকলে কোনো কর্মী পদোন্নতি পাবেন না-এমন বিধানও থাকছে।
দেশ রূপান্তর
জুলাই যোদ্ধাদের সরকারি চাকরিতে কোটা নেই
জুলাই গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। গতকাল সোমবার সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োাজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
কালবেলা
বিদ্যুৎ ভর্তুকির ৫০০০ কোটি টাকা আটকে আছে
বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) অনুমোদন না থাকায় ৯ বিদ্যুৎকেন্দ্রের নির্ধারিত ৫০৫৬ দশমিক ৮৯ কোটি টাকা আটকে দিয়েছে অর্থ বিভাগ। এই টাকা ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়কার। এর আগে ট্যারিফ অনুমোদন ছাড়াই কেন্দ্রগুলোকে হাজার হাজার কোটি টাকা পরিশোধ করা হয়। রামপাল, পায়রাসহ মোট নয়টি কেন্দ্রের পিপিএ অনুমোদন পাওয়া যায়নি। বছরের পর বছর ধরে এসব কেন্দ্র পিপিএ অনুমোদন ছাড়াই যাচ্ছেতাই মূল্যে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করে আসছিল। সম্প্রতি অর্থ বিভাগ থেকে বিদ্যুৎকেন্দ্রের বিপরীতে ভর্তুকি দেওয়ার হিসাব মেলাতে গিয়ে পিপিএ অনুমোদন না করানোর বিষয়টি ধরা পড়ে। ফলে এসব কেন্দ্র থেকে ক্রয় করা বিদ্যুতের মূল্য নতুনভাবে পর্যালোচনা করছেন সংশ্লিষ্টরা।
টিবিএস
'গ্র্যান্ডপা ফাইটার জেট': ১৯৬০-এর দশকে চীন তৈরি করেছিল, ২০১৩ সালে উৎপাদন বন্ধ এফ-৭ যুদ্ধবিমানের
সোমবার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। বিমানটি চালাচ্ছিলেন বিমানবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। দুর্ঘটনার কবলে পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, দুর্ঘটনার মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন।