বাংলাদেশে ৫ আগস্টের (২০২৪) পটপরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নি‌য়ে বিগত সরকার বা তা‌দের সমর্থক‌দের যে অভিযোগ, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলুইৎজ। সাবেক এই কূটনীতিক বলেন, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেনি।

সোমবার(২৮ জুলাই) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন ড্যানিলুইৎজ।

ড্যানিলুইৎজ বলেন, গত জুলাই-আগস্টে এখানে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তাতে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে যুক্ত ছিল বলে বিগত সরকার আর তাদের সমর্থকেরা প্রচার করে থাকে। তাদের এই প্রচারণা মিথ। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাইনি।

তি‌নি ব‌লেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগ যারা কর‌ছেন তা‌দের প্রমাণ দিতে বলেছি। কিন্তু তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ত‌বে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল।

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লবের তাৎপর্য: পেছন ফিরে দেখা, সামনে এগিয়ে চলা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি)।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং এসআইপিজির জ্যেষ্ঠ গবেষণা ফেলো মুহাম্মদ সুফিউর রহমান। 

এনআই/এআইএস