জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্বের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস এগেইন’
জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্বের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস এগেইন’ কর্মসূচি পালন করেছে ‘জুলাই ফ্রন্টিয়ার ফোর্স’। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সমাবেশটি শুরু হয়। পরে বৃষ্টির কারণে অনুষ্ঠান টিএসসিতে স্থানান্তর করেন আয়োজকরা।
সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, যুব বাঙালির কাজী তানসেন, ছাত্রদলের আরিফুল ইসলাম আরিফ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তৌফিক উজ জামান, ছাত্র ফেডারেশনের সৈকত আরিফ, বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদ জুবেলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, ৩১ জুলাই ২০২৪ ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক প্রতিরোধের দিন। একবছর পরও বিচারহীনতা, নিপীড়ন ও বৈষম্য বহাল। অন্তর্বর্তী সরকারের কথিত সংস্কারের আড়ালে চলছে দমন-পীড়ন, চুক্তি ও ক্ষমতাধরদের রক্ষা।
তাদের অভিযোগ, ‘জুলাই’কে দলীয় মালিকানায় নিতে চায় একটি গোষ্ঠী, অথচ এটি জনগণের। বক্তারা ‘জুলাই অভ্যুত্থানের’ আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্বমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, ‘মার্চ ফর জাস্টিস’ কোনো দলের কর্মসূচি নয়, এটি জনগণের প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন।
এসএআর/এমএ