রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তপন কান্তি (৩৫) নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন ৬ নম্বর গলির জনপ্রিয় প্লাস্টিক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

তপন কান্তির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তার বাবার নাম উপেন্দ্র লাল। তিনি পরিবার নিয়ে কদমতলী এলাকায় বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

তার সহকর্মী রানা জানান, কাজের সময় মেশিনে সুইচ দেওয়ার মুহূর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে তপন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে।

এসএএ/জেডএস