২৬০ ওষুধের দাম বেঁধে দিচ্ছে সরকার
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ক্ষমতা কোথায় কমবে, রাষ্ট্রপতির কোথায় বাড়বে
মৌলিক সংস্কার প্রস্তাবগুলোতে যেভাবে ঐকমত্য, ভিন্নমতসহ সিদ্ধান্ত হয়েছে, তাতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা আসলে কতটা কমবে, সংস্কারের উদ্দেশ্য কতটা সফল হবে, তা নিয়ে নানা আলোচনা আছে। যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপির ভিন্নমত আছে, তারা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে যতটুকু ঐকমত্য হয়েছে, তাতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ক্ষমতা খুব সামান্যই কমবে।
বিজ্ঞাপন
দেশ রূপান্তর
নিজভূমে পরবাসী ১২০ ভারতীয়
কয়েক দিন পরপরই বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। অস্ত্রের মুখে ঝোপঝাড়-জঙ্গল পেরিয়ে এ দেশে ঢুকছে। অনেকে বুঝতেই পারে না তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে। হেনস্তার শিকার ভিনদেশিরা তাদের দুর্দশার কাহিনি স্থানীয়দের জানায়।
প্রথম আলো
বিপিএলে এক ম্যাচ হারতে ৪০০ কোটি টাকার প্রস্তাব বেটিং চক্রের
তদন্তকাজ শেষ হয়েছে আরও আগেই। সংশ্লিষ্টদের সঙ্গে তদন্ত কমিটির কথোপকথনের ৩০০ ঘণ্টার মতো অডিও রেকর্ডিংয়ের লিখিত রূপ দাঁড়িয়েছে তিন হাজার পৃষ্ঠার বেশি। তা থেকে প্রাথমিক রিপোর্ট তৈরির কাজও শেষ। সর্বশেষ একাদশ বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী সপ্তাহখানেকের মধ্যে সেই রিপোর্ট জমা দেবে বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছে।
সমকাল
ভোটে তিন ক্যাম্পাস সরগরম, ‘নড়বড়ে’ ছাত্রদল নীরব
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ঢাকা, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সরগরম। ছাত্র সংগঠনগুলো প্যানেল গঠন এবং ভোটের প্রচারে নেমেছে। কিন্তু বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের দৃশ্যমান নির্বাচনী তৎপরতা নেই কোনো ক্যাম্পাসে।
আওয়ামী লীগের আমলে ১৫ বছর ক্যাম্পাসে বেশ চাপে ছিল ছাত্রদল। টানা দমনপীড়নে সাংগঠনিক সক্ষমতায় ঘাটতিও তৈরি হয়। ৫ আগস্টের পরও ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি দেশের অন্যতম বৃহৎ এই ছাত্র সংগঠন। তারা এখন ক্যাম্পাস কমিটি গঠন করছে। এসব কমিটির জ্যেষ্ঠ নেতা অনেকের ছাত্রত্ব না থাকায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। কমিটি নিয়ে কোন্দলও আছে। এর প্রভাব পড়েছে ছাত্র সংসদগুলোয় নির্বাচনী প্যানেল গঠনে।
প্রথম আলো
ঢাকায় সন্ধ্যা–রাতে–ভোরে ছিনতাইয়ের আশঙ্কা বেশি, ৩ মাসে ১১০৮ আসামি জামিনে মুক্ত
রাজধানীর অনেক এলাকাতেই পথচারীদের দুশ্চিন্তার একটা বড় কারণ ছিনতাই। বিশেষ করে সন্ধ্যায়, রাতে ও ভোরে এই আশঙ্কা বেশি থাকে। এর মধ্যে সড়কে অপরাধীদের মহড়া, কুপিয়ে জখম ও ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নেওয়ার বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ার পর জনমনে আতঙ্ক তৈরি করে। এমন একটি পরিস্থিতির মধ্যেও গত তিন মাসে ঢাকায় ছিনতাই মামলার ১ হাজার ১০৮ আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
আরও পড়ুন
যুগান্তর
ইসির সামনে যত চ্যালেঞ্জ
‘গ্রহণযোগ্য’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নানামুখী চ্যালেঞ্জ দেখছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-ইসির ওপর আস্থা ফেরানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনাস্থা ও সংকট নিরসন করা এবং ভোটার উপস্থিতি বাড়ানো। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকায় রাখা, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপপ্রয়োগ, ভোটগ্রহণ কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত রাখা এবং ভোটকেন্দ্র স্থাপনাও অন্যতম চ্যালেঞ্জ মনে করছে ইসি। প্রথমবার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সুযোগ দেওয়াটাও একধরনের চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন ও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
প্রথম আলো
স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী, আরেক নারীর লাশ পুকুরে
ভালোবেসে সিফাত আলীকে বিয়ে করেন সৈয়দা ফাহমিদা তাহসিন (কেয়া)। প্রায় এক যুগের সংসারে চার সন্তানের জন্ম হয়। ১৩ আগস্ট মধ্যরাতে ফাহমিদার মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, ফাহমিদাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী সিফাত। পরে তিনি ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।
ঘটনাটি রাজধানীর শেওড়াপাড়ার। ঘটনার পরদিন ফাহমিদার মা নাজমা বেগম মিরপুর মডেল থানায় সিফাতসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
সমকাল
২৬০ ওষুধের দাম বেঁধে দিচ্ছে সরকার
সরকার ২৬০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে অতিপ্রয়োজনীয় এই ওষুধগুলো কিছুটা সাশ্রয়ী দামে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
এই লক্ষ্যে ১৮ সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ওষুধের তালিকা হালনাগাদ করা এবং উৎপাদকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করে যৌক্তিক মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
বণিক বার্তা
১৬ হাজার ৩৯৯ শিক্ষকের ৫৪ শতাংশেরই নিয়োগ আওয়ামী লীগ আমলে
২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, প্রার্থীর এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৪ দশমিক ২৫ ও প্রিন্ট মেকিং বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩ দশমিক ৫০ বা প্রথম শ্রেণী থাকতে হবে। তবে এ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া তিন শিক্ষক আব্দুল্লাহ আল বশির, ঝোটন চন্দ্র রায় ও স্বপন কুমার সানা নিয়োগ পেয়েছিলেন এসব শর্ত পূরণ না করেই। দেশের সবচেয়ে পুরনো এ বিশ্ববিদ্যালয়ে গত দেড় দশকে নিয়োগ পেয়েছেন ১ হাজার ৪০০-এরও বেশি শিক্ষক। তবে অভিযোগ আছে, এসব শিক্ষকের বড় অংশই নিয়োগ পেয়েছেন দলীয় বিবেচনায় শর্ত শিথিল, আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের মাধ্যমে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, একই ধরনের অভিযোগ ছিল অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও।
কালবেলা
ঐকমত্যে পাথর লুটে প্রশাসন পাহারাদার
স্বচ্ছ নীলাভ জল, নদীর তলদেশজুড়ে সাদা-ধূসর পাথরের বিছানা আর চারপাশের ঘন সবুজ পাহাড় মিলে মনোমুগ্ধকর দৃশ্যপট। সিলেটের সীমান্তবর্তী নদ ধলাইয়ের তীরে, মেঘালয়ের পাদদেশে প্রকৃতির এক অপার সৌন্দর্যের ঠিকানা সাদাপাথর শত শত বছর ধরে ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণ। স্বচ্ছ জলে ডুবে থাকা সাদাপাথরের ঢিবি, যা সূর্যের আলোয় চিকচিক করে ওঠে, সঙ্গে পাহাড়ি পটভূমি তীব্রভাবে টানে ভ্রমণপিপাসুদের। এ ছাড়া এখানে অপূর্ব মিলন ঘটেছে নদী, পাহাড় আর পাথরের। দূরের মেঘে ঢাকা পাহাড় আর নদীর মাঝে ছড়িয়ে থাকা সাদা পাথর সৃষ্টি করে হৃদয়ে আলোড়ন তোলা দৃশ্য। তবে পাথর মাফিয়া দুর্বৃত্তদের আগ্রাসনে সম্প্রতি প্রকৃতির এই অপার সৌন্দর্য ম্লান হয়ে গেছে। সব রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ঐক্যবদ্ধ লুটপাটে ‘প্রকৃতির স্বর্গ’ রূপ নেয় ধু-ধু বালুচরে। এ ছাড়া বালু-পাথর লুটপাটে বিলীনের পথে জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়া পর্যটনকেন্দ্র এবং সুনামগঞ্জের নিলাদ্রী লেকের লাকমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্যও।
বণিক বার্তা
উৎপাদন খাতের তালিকাভুক্ত ২০০ কোম্পানির মধ্যে নতুন বিনিয়োগ ঘোষণা ১২টির
দেশের বেসরকারি খাতে বর্তমানে এক ধরনের বিনিয়োগ স্থবিরতা বিরাজ করছে। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৪০ শতাংশ। নিকট অতীতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে এতটা ভাটা দেখা যায়নি। বিনিয়োগ খরার এ প্রভাব পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে। গত এক বছরে উৎপাদন খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র ১২টি কোম্পানি ব্যবসা সম্প্রসারণে প্রায় ২ হাজার ১১৪ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এক বছরে এত কমসংখ্যক কোম্পানির কাছ থেকে নতুন বিনিয়োগের ঘোষণা এর আগে কখনো আসেনি বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা।
আজকের পত্রিকা
সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। নানাভাবে এখনো সম্পৃক্ত রয়েছেন আওয়ামী লীগের ৭ জন নেতা।