মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়ায় ২০ জনকে জরিমানা করা হয়েছে। এসময় শতাধিক যাত্রী ও পথচারীকে সতর্ক করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ জুন) পর্যন্ত নগরীর নিউ মার্কেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

অভিযানের সময় ৮৫টি বাস, দুই শতাধিক মোটরসাইকেল ও রিকশায় চলাচলকারী যাত্রী ও চালককে মাস্ক পরিহিত কি-না তা খতিয়ে দেখেন। এ সময় মোটরসাইকেল আরোহী, রিকশাচালক ও যাত্রীদের বেশিরভাগ মাস্ক না পরায় ২০ জনকে জরিমানা করেন। 

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, করোনার প্রকোপ যেমন বাড়ছে মানুষের মাঝেও মাস্ক না পরার প্রবণতা বাড়ছে। তাই অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৬২ ধারা অনুযায়ী সরকারি আদেশ অমান্য করায় এই জরিমানা আরোপ করা হয়।

জনগণকে কারোনা মোকাবিলায় আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার এবং সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে মেরীনা নাজনীন অভিযান চলমান থাকবে বলে জানান।

এএসএস/ওএফ