বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব চার দিনের সফরে কক্সবাজারে পরিচালিত সংস্থাটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার (১৪ জুন) রেড ক্রিসেন্টের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, এ সফরে চেয়ারম্যান সোসাইটির আন্দোলনে জড়িত সকল কর্মকর্তা, অন্যান্য ন্যাশনাল সোসাইটি, শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার (আরআরআরসি) এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাত ও মতবিনিময় করেন।

সফরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অতিরিক্ত কমিশনার (আরআরআরসি) শাহ্‌ রেজওয়ান হায়াত ও সকল সিআইসির সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার প্রমাণ স্বরূপ প্রায় দশ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারে বসবাস করছে। রোহিঙ্গাদের ইতিহাস অনেক দীর্ঘ। এই সুদীর্ঘ ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের অনেক প্রমাণ পাওয়া যায়। তাদের দ্রুত ও সুষ্ঠু পুনর্বাসন এবং প্রাপ্য নাগরিক ও মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন।

আরআরআরসি শাহ্‌ রেজওয়ান হায়াত রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

সর্বশেষ সোমবার (১৪ জুন) ইউএনএইচসিআরের স্থানীয় প্রতিনিধি এবং আরআরআরসি শাহ্‌ রেজওয়ান হায়াতের সঙ্গে সাক্ষাৎ শেষে সফর শেষ করেন।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান নূর উর রহমান, সেক্রেটারি জেনারেল মো. ফিরোজ সালাউদ্দিন, পরিচালক, যুব ও স্বেচ্ছাসেবক এবং ডিজাস্টার রেস্পন্স বিভাগ, ইমাম জাফর সিকদার, পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ইকরাম ইলাহি চৌধুরী প্রমুখ।

এনআই/ওএফ