ডাচ বাংলা ব্যাংকের ২ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকা আত্মসাতের ঘটনায় মূলহোতা শনাক্তসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের একটি দল তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১৫ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি। তবে তাদের একজন ওই ব্যাংকের আইটি আফিসার বলে জানা গেছে।

বুধবার (১৬ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

জেইউ/এসএসএইচ/জেএস