উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। আগামী চার বছর তথা চলতি বছর থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ঋণ দেবে দেশটি।

মঙ্গলবার (১৫ জুন) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকায় কোরিয়ান দূতাবাস।

মূলত ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিনের সঙ্গে ওডিএ প্রকল্প পর্যালোচনা নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত ৭০০ কোটি উন্নয়ন ঋণ দেওয়ার তথ্য জানান।

দূতাবাস জানায়, ১৯৯১ সাল থেকে কোইকার মাধ্যমে কোরিয়া ১.২৪ বিলিয়ন ডলার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) ঋণ এবং ১৭২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। এই অর্থ জনপ্রশাসন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা, পরিবহন, আইসিটি, পানি ব্যবস্থাপনা ইত্যাদি খাতে ব্যয় করা হয়েছে।

বৈঠকে উভয়পক্ষ কোইকা এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পগুলোসহ দু’দেশের মধ্যে চলমান ও নতুন উন্নয়ন সহায়তার বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করেন।

বৈঠকে ইআরডির কয়েকজন কর্মকর্তা, কোরিয়া এক্সিম ব্যাংক বাংলাদেশ অফিস, কোকা বাংলাদেশ অফিস এবং সিউলে কোরিয়া ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (কেডিআই) কেএসপি অংশ নেন।

এনআই/এসএসএইচ