প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন (মারণাস্ত্র) ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই তথ্য সুনির্দিষ্টভাবে জবানবন্দিতে উল্লেখ করেছেন তখন পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

দেশ রূপান্তর

নিরাপদ যাত্রায় শঙ্কার ছায়া

ট্রেনযাত্রার আতঙ্ক এখন বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ট্রেন চলতে চলতে হঠাৎ থেমে গেলে যাত্রীরা দেখছেন, বাইরে কোনো স্টেশন নেই, এমনকি সামনেও ইঞ্জিন নেই। ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে গেছে। ট্রেনের মাঝখানে বগি বিচ্ছিন্ন হয়ে ট্রেনটি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ঢাকা-কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা রুটের মহানগর এক্সপ্রেস এবং ঢাকা-ময়মনসিংহ রুটের কমিউটার ট্রেনে সাম্প্রতিককালে পাঁচ দফায় এমন বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। এতে নিরাপদ ট্রেনযাত্রায় শঙ্কার ছায়া পড়েছে।

বণিক বার্তা

বাজার শক্তি নয়,ডলারের দর ধরে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশের প্রধান বৈদেশিক শ্রমবাজারের একটি সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ এক সপ্তাহ ধরে বাংলাদেশী শ্রমিকদের কাছ থেকে রেমিট্যান্স কিনছে প্রতি ডলার সর্বোচ্চ ১১৯ টাকা দরে। প্রবাসীদের কাছ থেকে সংগৃহীত এ ডলারই বাংলাদেশী ব্যাংকগুলোর কাছে ১২১ টাকায় বিক্রি করা হচ্ছে। আর দেশের ব্যাংক থেকে গতকাল কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনেছে ১২১ টাকা ৭৫ পয়সা দরে।

যুগান্তর

আ.লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতার বিধানে নতুন শর্ত যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর তা হলো-কোনো আদালত কাউকে ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’র (আরপিও) ১২ অনুচ্ছেদের (১) উপদফায় এই বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের প্রধান এই আইনের খসড়া মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন করেছে ইসি। সংশ্লিষ্টরা জানান, বিগত নির্বাচনগুলোতে সাজাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হতেন। নতুন এই বিধান কার্যকর হলে মামলার রায় ঘোষণার আগে শুনানিতে অনুপস্থিতির দায়ে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবেন। খসড়া আইনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধানও তুলে দেওয়া হচ্ছে। প্রার্থী বা তার প্রস্তাবকারী/সমর্থনকারীকে সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। এসব বিধান কার্যকর হলেই আওয়ামী লীগের পলাতক নেতারা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। 

বণিক বার্তা

রাষ্ট্রপতির কাছ থেকে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরছে সুপ্রিম কোর্টের হাতে

অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রায়ে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠারও নির্দেশ দেয়া হয়েছে।

সমকাল

পরীক্ষার ৩০ শতাংশ নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত

চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত রাজধানীর চারটি হাসপাতালে ৭৮৫ জনের রক্তের নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ২৬ শতাংশ। আক্রান্তদের অধিকাংশই ঢাকার বিভিন্ন এলাকায় বাস করেন।

প্রথম আলো

পাঠ্যবই ছাপানো নিয়ে এবারও সংকট, জানুয়ারিতে সব শিক্ষার্থী সব বই হাতে পাবে কি

আসন্ন নতুন শিক্ষাবর্ষে বিনা মূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে সংকটে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে প্রায় তিন মাস দেরি হওয়ায় শিক্ষা বিভাগ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শিক্ষার্থীদের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হয়।

সমকাল

অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরছে সুপ্রিম কোর্টের হাতে

অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার রায় এসেছে হাইকোর্টে। গতকাল মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন বাতিল করে আগের (১৯৭২ সালের) অবস্থায় ফিরিয়ে দিয়ে এ-সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করেন।

প্রথম আলো

সংরক্ষণ রেখেই ৯ বছর পর সিডও প্রতিবেদন পাঠাচ্ছে সরকার

নারীর প্রতি বৈষম্যমূলক আইন পরিবর্তন ও বিবাহ–বিবাহবিচ্ছেদে সম–অধিকারের বিরুদ্ধে অবস্থান রেখেই এবার সিডও প্রতিবেদন চূড়ান্ত করেছে বাংলাদেশ। এর ফলে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সিডওর গুরুত্বপূর্ণ দুটি ধারার ওপর বাংলাদেশ সরকারের সংরক্ষণ বহাল রাখার ৪১ বছর হলো।

বণিক বার্তা

বিচার দ্রুত শেষ করতে গঠন হতে পারে ট্রাইব্যুনাল-৩ আইন উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘বিচার করার লক্ষ্যে শুরু থেকেই আমরা অবিচল আছি। বিচার প্রক্রিয়ার গতির বিষয়েও আমরা সন্তুষ্ট।’

আজকের পত্রিকা

অনিশ্চয়তার মুখে উচ্চশিক্ষা

হঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কোথাও প্রকৌশল শিক্ষার্থীদের দাবি-দাওয়া, কোথাও ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষ, আবার কোথাও পাশের গ্রামের বাসিন্দাদের সঙ্গে মারামারি—সব মিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম।

দেশ রূপান্তর

উৎসাহী পুলিশের খোঁজে সদর দপ্তর

রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠনের আহ্বানে অবরোধ-বিক্ষোভ সমাবেশ হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। কোনো কোনো স্থানে বিক্ষোভকারীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাতে বাধা দিলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই পুলিশ বিক্ষোভ কর্মসূচি বানচালে লাঠিচার্জ করে, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারী ও পুলিশ উভয়ই আহত হয়।

কালের কণ্ঠ

গণধর্ষণের হুমকির ঘটনায় উত্তাল ঢাবি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করা বামপন্থী নেত্রী বি এম ফাহমিদা আলমকে ঢাবির এক শিক্ষার্থী গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হুমকিদাতা ওই শিক্ষার্থীর বিচারের দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কসহ শিক্ষকদের সাদা দল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

কালবেলা

প্রশিক্ষিতদের ছাঁটাই আর অযোগ্যদের নিয়োগ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন নানা জটিলতায় তিন বছর পিছিয়ে গেলেও দেশের সবচেয়ে বড় এ মেগা প্রকল্প ঘিরে অনিয়মের উৎসব জমে উঠেছে আরও আগেই। বিদেশ সফর এবং নিয়োগবাণিজ্য ঘিরে কিছু কর্মকর্তা গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। আলোচিত এ প্রকল্পের গুরুত্বপূর্ণ পদগুলো শুরু থেকেই আঁকড়ে রেখেছেন সিন্ডিকেটের হোতারা। রূপপুরসহ দেশের সব পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শৌকত আকবরের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের নাটাই এখন বর্তমান এমডি জাহেদুল হাছান, রূপপুরের প্রকল্প পরিচালক কবীর হোসেন, অলোক ভট্টাচার্য, মুশফিকা আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা খালেদ মাহমুদ খানসহ কয়েকজনের হাতে।