চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এহেছান (৪৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লোহাগাড়া থানার সামনে আবাসিক ভবন হাশেম পার্কের গেটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত এহেছান কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার পূর্ব ভেওলার শামসুল আলমের ছেলে।

জানা গেছে, হাশেম পার্কের ভাড়াটিয়ার মালামাল একটি ট্রাকে লোড-আনলোড করছিল নিহত এহেছানসহ কয়েকজন। এসময় উপরে থাকা তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে সারা শরীর ঝলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আরএমএন/এসএসএইচ