চট্টগ্রামে অনুমোদন ছাড়াই পানি প্রক্রিয়াজাত ও বাজারজাত করার দায়ে ‘সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি প্যাকেজিং ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ফ্যাক্টরিটি সিলগালাও করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ সেপ্টেম্বর) নগরের খাজা রোড মাইজপাড়া হানিফার দোকানসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্যাক্টরিটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি বাজারজাত করছিল। পাশাপাশি নিজেদের নামে নকল স্টারিং পাওয়ার অয়েল তৈরি করে আসছিল।

এ অভিযানে আরও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘জয়নাব মেডিকেল হল’ ও ‘জননী মেডিসিন হল’কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর মেয়াদ ছাড়া মিষ্টি বিক্রির কারণে ‘আল হাসান বেকারি’কে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করে।

জনস্বার্থে এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক ফয়েজ উল্যাহ।

এমআর/জেডএস