ধর্ষণের অভিযোগে ৪ জন আটক

চট্টগ্রামে এক গার্মেন্টসকর্মীকে বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। চট্টগ্রাম নগরীর বাকলিয়া নতুন ব্রিজ সেল সেন্টারের সামনের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৬ জুন) র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাদের আটক করা হয়েছে তারা হলেন- মো. জসিম উদ্দিন (২৭), মো. নুরুল আজিম (২৮), মো. জাবের আহাম্মদ (৪৮) ও  মোহাম্মদ নবী (২২)।

নুরুল আবছার বলেন, রোববার (১৩ জুন) ভিকটিমের পিতা র‍্যাব-৭ এ অভিযোগ করেন যে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র তার মেয়েকে চট্টগ্রাম শহরে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে বাড়ি থেকে নিয়ে যায়। বাড়ি থেকে নিয়ে গিয়ে তার মেয়েকে চট্টগ্রামে একটি বাসায় আটকে রেখেছে। ভিকটিমের বাবা আরও অভিযোগ করেন, ওই বাসায় তার মেয়েকে আটকে রেখে মো. জসিম (২৭) ও তার সহযোগীরা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তারা ভিকটিমকে মেরে ফেলা ও পরিবারের ক্ষতি করবে বলেও হুমকি দেয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষণকারীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। ছায়াতদন্তের এক পর্যায় র‍্যাব জানতে পারে ধর্ষণকারীরা ভিকটিমকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া নতুন ব্রিজ সেল সেন্টারের সামনে একটি বাসায় আটকে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করে চার জনকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা ভিকটিমকে বিয়ের ও চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের কথা স্বীকার করেছেন। 

কেএম/এইচকে