পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এদের মধ্যে একজনকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এমএম/এমজে