২০২১-২২ অর্থবছরের বাজেটে শ্রমিকদের জন্য রেশন, আবাসন, চিকিৎসা, পেনশন নিশ্চিত করতে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্কপ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। করোনা দুর্যোগের মধ্যেও দেশের কৃষি, শিল্প, সেবা খাত, রেমিট্যান্সে যে প্রবৃদ্ধি হয়েছে তার প্রধান অবদান দেশের শ্রমজীবী মানুষের। ৬ কোটি ৮২ লাখ শ্রমজীবী মানুষের সুরক্ষায় কোনো পদক্ষেপের প্রতিফলন না থাকলেও তাদের পকেট থেকে অর্থ হাতিয়ে রাষ্ট্রের পকেট ভরার পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে আছে। বাজেটের সবচেয়ে বড় আয় আসবে পরোক্ষ কর থেকে আর এই ভ্যাট-ট্যাক্সের একটা বড় অংশ বহন করবে শ্রমজীবী মানুষ। বাজেট প্রণয়নের পূর্বে সমাজের অনেক অংশের সঙ্গে মতবিনিময় করলেও শ্রমজীবী বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে। শ্রম আইন ও শ্রম অধিকার বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৫ কোটি টাকা বৃদ্ধি করে মাত্র ৩৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিচলন ব্যয় বেড়েছে ৪৯ কোটি টাকা। অর্থাৎ মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য উন্নয়ন ব্যয় বৃদ্ধির পরিবর্তে ৩৪ কোটি টাকা কমানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের ধরন দেখে এই প্রশ্ন জাগা অস্বাভাবিক নয় যে, অর্থমন্ত্রী কি শিল্প মালিকদের মতই শ্রম আইন বাস্তবায়নের পরিবর্তে শ্রম অধিকার সংকুচিত করতে চাচ্ছেন?

তারা আরও বলেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের আঘাত থেকে রক্ষার জন্য শ্রমিক কর্মচারীসহ নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ও সুলভ মূল্যে আবাসন ব্যবস্থা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ সামাজিক বেষ্টনীর ব্যবস্থা, বাজেটে পাট-চিনি শিল্প পুনরুদ্ধার ও রক্ষা, শ্রমিকদের স্বাস্থ্য-নিরাপত্তা সামাজিক সুরক্ষায় শিল্পঘন এলাকায় শ্রমজীবী হাসপাতাল, শিশু যত্ন কেন্দ্র স্থাপন, শ্রমজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করা, করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা, ফিরে আসা প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ করাসহ ৯ দফা সুনির্দিষ্ট প্রস্তাব জাতীয় সংসদের স্পিকারের কাছে দাখিল করা হয়েছে।

বক্তারা দাবি জানিয়ে বলেন, বাজেটে শ্রমিকদের জন্য সুস্পষ্ট বরাদ্দ ঘোষণা করতে হবে। মাথাপিছু আয় বৃদ্ধি নয়, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রকৃত আয়ের বৃদ্ধি নিশ্চিত করতে পারলে, বিদ্যমান বৈষম্য কমাতে পারলেই কেবলমাত্র দেশের অর্থনৈতিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরী, স্কপ নেতা মেজবাহ উদ্দিন অহমেদ, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, চৌধুরী আশিকুল আলম, শামীম আরা, আজিজুন নাহার, ফিরোজ হোসাইন ও রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এমএইচএন/এসকেডি