প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা সমুন্নত রাখতে বললেন মোমেন
যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা সমুন্নত রাখার উপদেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ জুন) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় এ উপদেশ দেন মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলেট পরিদর্শনে গেলে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে ড. মোমেন কনস্যুলেট কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন। বর্তমান সরকারের প্রবাসীবান্ধব কূটনীতির অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের পরামর্শ দেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। কনস্যুলেট নিয়মতান্ত্রিকভাবে সেবা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন মোমেন।
বিজ্ঞাপন
কনস্যুলেটে আগত সেবাপ্রার্থীসহ কমিউনিটির সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ড. মোমেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসময় উপস্থিত প্রবাসীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে পররাষ্ট্রমন্ত্রীর কনস্যুলেট সফরকে ঐতিহাসিক উল্লেখ করে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা মোমেনকে ধন্যবাদ জানান।
এনআই/এসএসএইচ