চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম নগরীর বন্দর থানার ৫নং জেটি এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহমুদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
বিজ্ঞাপন
তিনি বলেন, বন্দর থানার ৫নং জেটি গেটের সামনে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মো. মাহমুদ (৩৫) ও আরোহী আমুল রঞ্জন বনিক (২৮) গুরুতর আহত হন। আহত অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন। আর আমুলকে চমেক হাসপাতালের ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চিকিৎসকের বরাতে শীলব্রত বড়ুয়া আরও বলেন, আহত আমুলের অবস্থাও আশঙ্কাজনক। তবে নিহত ও আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
কেএম/ওএফ