ঢাকা মহানগরীর দুটি সিটি করপোরেশনের আওতায় ২৮৭টি ওএমএস বিক্রয়কেন্দ্রের জন্য ডিলার নিয়োগ করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সহস্রাধিক আবেদনকারীর উপস্থিতিতে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়।

লটারির কার্যক্রম পরিচালনা করেন নিয়োগ কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। লটারিতে নির্বাচিতদের চূড়ান্তভাবে ওএমএস ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে।

খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ২ হাজার ৯০৫টি ফরম বিক্রি হলেও জমা পড়ে ২ হাজার ৫৪২টি আবেদন। যাচাই–বাছাই শেষে বৈধ আবেদন পাওয়া যায় ১ হাজার ৭৫৬টি। সেখান থেকেই লটারির মাধ্যমে ২৮৭ জনকে চূড়ান্তভাবে ডিলার হিসেবে মনোনীত করা হয়।

/এমএইচএন/এমজে