বিশেষ অভিযান থেকে মোহাম্মদপুরে ১৪ জন গ্রেপ্তার
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— নুর মোহাম্মদ (৫০), বাদশা (৩০), তাসকিন (২৬), নাদিম (৪৬), ফাইজুল হাসান (২০), মামুন (২৪), জুম্মান (২৬), হৃদয় হোসেন (১৮), শামীম হোসেন (২০), আজিজুল হক (৩০), রুহুল আমিন (২০), বাদশা (১৯), শুভ (২৩) ও মহিনুল ইসলাম শাফিন (২০)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চাঁদ উদ্যান ইউনিট আওয়ামী লীগের সদস্য নুর মোহাম্মদসহ পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
জেইউ/এনএফ