৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা ১০ অক্টোবর
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, প্রার্থীরা আজ থেকে পিএসসির ওয়েবসাইট ও টেলিটকের পোর্টাল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আসন্ন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর।
বিজ্ঞাপন
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। এ পরীক্ষার প্রার্থীরা আজ (৫ অক্টোবর) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত তথ্যের পরবর্তী সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার পিএসসি সংরক্ষণ করে।
সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। সেই হিসাবে ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।
মূলত, শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই থেকে শুরু হয় অনলাইনে আবেদন প্রক্রিয়া, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। তবে যারা নির্ধারিত সময়ে আবেদন সম্পন্ন করেছেন, তারা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পান।
আরএইচটি/এমজে