শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে বিকাশ লিমিটেডের ২ কোটি ৩৯ লাখ ৬ হাজার ৫৫৯ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিকাশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেকটি উপদেষ্টার হাতে তুলে দেন। 

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী, বিকাশ তাদের বার্ষিক নিট মুনাফার ০.৫ শতাংশ হারে এই অর্থ দিয়েছে।

চেক গ্রহণ শেষে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিকাশকে ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমাকরা এই অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। এ তহবিল থেকে দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি এবং বিকাশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচআর/এমজে