বাংলাদেশ ত্যাগে করোনার সনদ বাধ্যতামূলক
বিমানবন্দরে বিদেশগামী যাত্রীরা/ ফাইল ছবি
বাংলাদেশে আগত সব যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছিল বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এবার বাংলাদেশ ত্যাগ করা যাত্রীদের জন্যও একই নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করে বেবিচক। সার্কুলারে সাক্ষর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির।
বিজ্ঞাপন
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যেসব যাত্রী শিডিউল ফ্লাইটে অন্যান্য দেশে যাবেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে পিসিআর-বেইজড কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেটটি অবশ্যই যাত্রার ৭২ ঘণ্টা আগে সরকার অনুমোদিত ও সরকার নির্ধারিত হাসপাতাল বা ইন্সটিটিউট থেকে সংগ্রহ করতে হবে। তবে বেবিচকের পক্ষ থেকে টেস্টের সময় যাত্রার ৭২ ঘণ্টা আগে বেঁধে দেয়া হলেও যাত্রীরা নির্দিষ্ট গন্তব্য বা দেশের নিয়ম অনুযায়ী টেস্ট করতে পারবেন।
সার্কুলারটি বেবিচক চেয়ারম্যানসহ অ্যাভিয়েশন সংশ্লিষ্ট সংস্থা, এয়ারলাইন্স ও দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
গত ৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে, ৫ ডিসেম্বর থেকে যারাই বাংলাদেশে আসতে চাইবে, তাদের অবশ্যই করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। সেক্ষেত্রে ফ্লাইটের সময় থেকে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগের সনদ গ্রহণযোগ্য হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে এই কঠোর ব্যবস্থা নিয়েছে বেবিচক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এবং এখানে আসা প্রত্যেক এয়ারলাইন্সকেই বেবিচক নির্দেশনা দিয়েছে, কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যেন কোনো যাত্রীকে বোর্ডিং পাস না দেওয়া হয়।
এআর/এফআর