জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি

চলতি বছরের মধ্যেই রাজধানীর মেট্রোরেল (এমআরটি-৬) চালুর প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বার্তায় তিনি এ প্রত্যাশার কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারির কারণে ২০২০ সাল অপ্রত্যাশিতভাবে কেটেছে। মহামারি সারাবিশ্বের মানুষের জীবনযাত্রা পরিবর্তন করে দিয়েছে। অথচ এমনটা ঘটবে কেউ আগে কল্পনাও করেনি।  

মহামারির মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে উল্লেখ করে ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশকে করোনা মহামারি মোকাবিলায় সহযোগিতা করেছে। ২০২০ সালে দুই দেশ ৩.২ বিলিয়ন ডলারের ওডিএ প্যাকেজ চুক্তি স্বাক্ষর করেছে। করোনার মধ্যেও জাপান বাংলাদেশে এমআরটি, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের অগ্রগতি থামায়নি।

জাপান বাংলাদেশে এসব প্রকল্পের অগ্রগতিতে অবদান রাখতে পেরে গর্বিত বলে জানান রাষ্ট্রদূত।

মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে অগ্রিম শুভেচ্ছা জানান জাপানি দূত। তিনি জানান, ২০২২ সালে ঢাকা ও টোকিওর মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পালন করবে দেশটি।

এনআই/এসআরএস