৩০০ ফিটে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে পথচারীরা প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পথচারী সবুজ মিয়া জানান, আজ সকালের দিকে ওই ব্যক্তি খিলক্ষেতের ৩০০ ফিট এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা উদ্ধার করে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস