অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি : নিবন্ধন বাধ্যতামূলক, না মানলে কঠোর ব্যবস্থা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি এখনো অনুমোদন বা নিবন্ধন সনদ ব্যতীত ব্যবসা পরিচালনা করছে। এই অনিয়মের ফলে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও প্রতারণার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, সংশোধন আইন, ২০২১ এবং ২০২২ সালের বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা করা গুরুতর অপরাধ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রণালয় অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) নিবন্ধন আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও নিবন্ধন ব্যতীত ব্যবসা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা জনস্বার্থে জারি করা হলো এবং এটি অদ্যই কার্যকর হবে।
এসএইচআর/এমএসএ